তার অভিযোগ, ভারত অনলাইন থেকে কনটেন্ট সরিয়ে নেয়ার ক্ষমতা রাখে, সরকারি অনেক কর্মকর্তাকে সেই ক্ষমতা দেয়া হয়েছে নির্দেশনা বাস্তবায়নের।
ভারতে টেসলা আর স্টারলিঙ্কের কার্যক্রম শুরুর সন্ধিলগ্নে এমন অভিযোগ তুলেছেন মাস্ক।
গেল ৫ মার্চ দায়ের করা মামলায় বলা হয়, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়গুলোকে সরকারি ওয়েবসাইট ব্যবহার করে কনটেন্ট ব্লকের নির্দেশনা দিয়েছে।