দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইওন সুক ইওলের মুক্তি

মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইওন সুক ইওল | এখন
0

কারাগার থেকে ছাড়া পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইওন সুক ইওল। আদালত গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের পর তাকে ছেড়ে দেয়া হয়। যদিও তার বিরুদ্ধে অপরাধ আর অভিশংসনের বিচারকাজ চলবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়। এদিকে, ইওন সুক ইওলের মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেন তার সমর্থকরা।

প্রায় দুই মাস কারাবন্দি থাকার পর ছাড়া পেয়েছেন ইওন সুক ইওলের। কারাগার থেকে বের হয়ে এভাবেই সমর্থকদের উদ্দেশে হাত নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইওল। এরপর চলে যান সিউলে নিজ বাসভবনে। আদালত তাকে মুক্তি দিলেও তার বিরুদ্ধে অভিশংসনের বিচারকাজ চলতে থাকবে। এসময় ইওল আদালতকে ধন্যবাদ জানান।

ইওন সুক ইওল ছাড়া পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশে রাজপথে নেমে গেছেন তার সমর্থকেরা। আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। সিউলে তার মুক্তির পর জড়ো হয়েছিলেন হাজারো দক্ষিণ কোরিয় নাগরিক। সমর্থকরা বলছেন, মামলা করেও অভিশংসনের বিচারকাজ চলায় হতাশ তারা।

শনিবার সিউলে ইওলের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন ৫০ হাজারের বেশি মানুষ। অন্যদিকে, সাংবিধানিক আদালতের বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ করেন ৩২ হাজার মানুষ। যদি ইউলকে অপসারণ করা হয়, ৬০ দিনের মধ্যে দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইএ