৬ শিশুসহ আহত অন্তত ৪০। কয়েক দফা হামলায় খারকিভ ও ওডেসাসহ কয়েকটি অঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়িসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।
এদিকে রুশ গণমাধ্যম আরটি'র প্রতিবেদনে বলা হচ্ছে, দক্ষিণে সীমান্তে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অন্তত ৩টি গ্রাম দখল করেছে রাশিয়ার সেনারা।
বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেয়ায় পরপরই দেশটিতে অভিযান জোরদার করতে শুরু করেছে পুতিনবাহিনী।