স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ২০০ আরোহী নিয়ে ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেয় আমেরিকান এয়ারলাইন্সের-২৯২ ফ্লাইটটি। বিমানটি যখন মাঝ আকাশে অটো পাইলটের নিয়ন্ত্রণে হঠাৎ তখন কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ঝুঁকির খবরটি ভেসে আসে বিমানের ককপিটে থাকা পাইলটের কানে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে মেইল আসে, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ছেড়ে আসা আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং-৭৮৭-৯ ড্রিমলাইনার ফ্লাইটটি বোমা হামলার কবলে পড়তে পারে। এমন খবরে ফ্লাইটের গন্তব্য পরিবর্তনে বাধ্য হন পাইলট। কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন জরুরি অবতরণের।
সে সময় সবচেয়ে কাছে থাকা ইতালির রোমের লিউনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরকে বেছে নেয়া হয়। পরে সেখানে নিরাপদে অবতরণ করে বিমানটি।
যাত্রীবাহী বিমানটি যখন এয়ারপোর্টে অবতরণ করে তখন রোমের আকাশে দু'টি ফাইটার জেট উড়তে দেখা গেছে বলে দাবি অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিকের। সেই সঙ্গে অবতরণের পর বিমানের একটি চাকায় কিছুটা ত্রুটি দেখা গেছে বলেও জানানো হয়।
এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে থাকা যাত্রীদের মধ্যে। তাদেরকে আশ্বস্ত করে শান্ত থাকার অনুরোধ জানান বিমানের পাইলট।
রোববার রাতে বিমানটি রোমের লিউনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে অবস্থান করার কথা। পরে প্রটোকল নিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) নয়াদিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ।