আবারও ২০২০ সালের করোনা মহামারি আতঙ্ক। চীনের গবেষণাগারে একদল বিজ্ঞানী আবিষ্কার করেছেন করোনা ভাইরাসের মতোই আরেক ভাইরাস ‘এইচকেইউফাইভ–কোভ টু’ ভাইরাস। জাপানের হংকংয়ে বাদুরের মধ্যে খুঁজে পাওয়া ‘এইচকেইউফাইভ’ ভাইরাসের গোত্রীয় নতুন এই করোনা ভাইরাস।
এটি প্রাণী থেকে মানুষে ছড়ানোর মতো একটি ভাইরাস, যেমনটা কোভিড উনিশ আর সার্স। ল্যাবের পরীক্ষায় দেখা গেছে, এই ভাইরাস মানুষের কোষে প্রবেশ করতে পারে। ক্ষতিগ্রস্ত করতে পারে ফুসফুসকে। যেমনটা করেছিলো সার্স কোভ টু।
যৌথভাবে নতুন এই ভাইরাস আবিষ্কার করেছে চীনের গুয়াংঝু ল্যাব, গুয়াংঝু একাডেমি অব সায়েন্স, উহান ইউনিভার্সিটি, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি।
এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানী শি ঝিংলি। এই বিজ্ঞানী তোপের মুখে পড়েছিলেন, উহানের ল্যাব থেকে কোভিড ১৯ ভাইরাস লিক হওয়ার ঘটনায়।
পৃথিবীতে অনেক ধরনের করোনা ভাইরাস রয়েছে। এরমধ্যে সার্স, সার্স কোভ টু, মার্সসহ কয়েকটি মানুষকে সংক্রমিত করতে পারে।
উহানে করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগে কয়েক বছর ধরে গবেষণা চলছিলো করোনা ভাইরাস নিয়ে। বলা হয়, দুর্ঘটনাবশত এই ভাইরাস মানবদেহে ছড়িয়ে মহামারি রূপ নেয়।