ইসরাইলি বন্দিদের দ্রুত মুক্তি না দিলে যুদ্ধবিরতি শেষের হুঁশিয়ারি ট্রাম্পের

বিদেশে এখন
0

শনিবারের মধ্যে সব ইসরাইলি বন্দিদের মুক্তি না দিলে হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির সমাপ্তি ঘটার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের ইসরাইলি বন্দিদের মুক্তি না দেয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এতে নতুন করে গাজা উপত্যকা অস্থির হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

গত কয়েকদিন ধরেই গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো গাজার নিয়ন্ত্রণ নিতে চান, কখনো উপত্যকাটি কিনে ফেলতে চান, আবার কখনো গাজাবাসীকে সৌদি আরব, মিশর কিংবা জর্ডানে পাঠিয়ে দিতে চান।

ট্রাম্পের এ ধরনের বক্তব্যকে পূর্ণ সমর্থন করে ইসরাইলও ভোল পাল্টেছে। যুদ্ধবিরতিকে তোয়াক্কা না করে গাজায় হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনিদের উত্তরাঞ্চলে ঢুকতে দিতে দেরি করছে। এসবই যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এমন অভিযোগ তুলে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ইসরাইলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা হামাসের।

হামাস মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে বলেন, 'চুক্তি অনুযায়ী শনিবার যেসব ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়ার কথা ছিল তা স্থগিত করছে তারা। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্তই বহাল থাকবে।'

হামাসের এ ঘোষণার পরই যুদ্ধবিরতি শেষ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী যদি ইসরাইলি বন্দিদের মুক্তি না দেয় হামাস তবে শনিবার দুপুর ১২ টা থেকে যুদ্ধবিরতির সমাপ্তি ঘটতে যাচ্ছে গাজায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘শনিবার দুপুর ১২ টার মধ্যে যদি সব ইসরাইলি বন্দিদের মুক্তি না দেয়া হয় তবে আবারও নরকে পরিণত হবে গাজা এবং ইসরাইলেরও একই সিদ্ধান্ত। তবে মনে হচ্ছে হামাস এই শর্ত মানবে না। কারণ বেশিরভাগ বন্দিদের মেরে ফেলেছে হামাস।’

হামাসের ইসরাইলি বন্দিদের মুক্তি না দেয়ার ঘোষণার পরই বিক্ষোভে ফেটে পড়েন ইসরাইলিরা। গভীর রাতে প্ল্যাকার্ড হাতে তেল আবিবের রাজপথে নামেন তারা।

ইসরাইলি বাসিন্দাদের একজন বলেন, 'হামাস কী বলছে শুনতে চাই না। যেকোনো উপায়ে বন্দিদের ফিরিয়ে আনতে হবে। প্রত্যেককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। তাদের ফিরে পেতে কেন এতো দেরি হচ্ছে?'

ইসরাইলি বাসিন্দাদের বলেন, 'যেসব বন্দিরা ফিরে এসেছেন তাদের অনেকের পরিস্থিতি খারাপ ছিল। তারপরও তারা ফিরে এসেছেন, এটাই অনেক। এভাবে সব বন্দিদের আমরা ফেরত চাই। কোনোভাবেই বন্দি বিনিময় বন্ধ করা যাবে না।'

হামাসের বন্দি বিনিময় বন্ধের ঘোষণার পর ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে গেছে। যেকোনো মুহূর্তে গাজায় বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে এ আশঙ্কায় উপত্যকাটিতে সেনা সতর্ক থাকার নির্দেশ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ইএ