অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে কিশোরীর মৃত্যু

0

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি দ্বীপে হাঙরের আক্রমণে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সাঁতার কাটার সময় তাকে কামড় দেয় হাঙরটি।

দেশটির জনপ্রিয় সার্ফিং এলাকা ব্রিবি আইল্যান্ডে স্থানীয় সময় সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালের দিকে এ ঘটনা ঘটে।

তীর থেকে প্রায় ১০০ মিটার দূরের সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণের শিকার হন ওই কিশোরী।

কামড় এতোটাই গুরুতর ছিল যে, ১৫ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। চলতি বছরে দেশটিতে এটি হাঙরের তৃতীয় প্রাণঘাতি আক্রমণের ঘটনা।

এই দ্বীপে সাধারণত সাদা, বুল ও টাইগার প্রজাতির হাঙর মানুষের ওপর প্রাণঘাতি আক্রমণ করে থাকে।

ইএ