হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফ নিহত

বিদেশে এখন
0

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কাসেম ব্রিগেড। এর আগে, ২০২৪ এর জুলাই মাসে ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ দাবি করে, আইডিএফের অভিযানে হামাসের সামরিক শাখার প্রধান নিহত হয়েছে।

যদিও বৃহস্পতিবারের আগ পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি কাসেম ব্রিগেড। দাইফের মৃত্যুতে শোক জানিয়ে কাসেম ব্রিগেড মুখপাত্র জানান, গেল ত্রিশ বছর ধরে শত্রুপক্ষকে চাপে রেখেছেন এই নেতা। শহীদের যথাযোগ্য মর্যাদা দেয়া হবে তাকে।

নব্বই এর দশকে সংগঠিত এই কাসেম ব্রিগেডের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ দাইফ। ২০ বছরের বেশি সময় ধরে ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন।

ধারণা করা হয়, গাজায় মাটির নিচে হামাস যে টানেল নেটওয়ার্ক বানাতে সক্ষম হয়েছে, তার মাস্টারমাইন্ড ছিলেন মোহাম্মদ দাইফ।

এএইচ