মহাকাশে পর্যটকদের ভ্রমণ ২০২১ সালে নতুন মাত্রা পায়। যার ফলে বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরিতে বিনিয়োগ করা হয়েছে কয়েক কোটি মার্কিন ডলার। মহাকাশে নববর্ষ উদযাপনের ঘটনাও বিরল নয়।
২০২৪ সালের অক্টোবরে ছয় মাসের জন্য তিন নভোচারী নিয়ে মহাশূন্যে যাত্রা করে শেনঝৌ-১৯ নামের মহাকাশযানে। এ সময়ে তারা মহাশূন্যে ৮৬টি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন। এর মধ্যে আছে চাঁদের মাটি দিয়ে ইট তৈরির বিষয়টিও।
২০২৪ সালের শেষদিন চীনের মহাকাশ থেকেই শেনঝৌ-১৯ এর নভোচারীরা খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন। তারা হলেন কাই জুজে, সং লিংডং এবং ওয়াং হাওজ।
এ সময় মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য কামনা তারা। নতুন বছর আসার সঙ্গে সঙ্গে ২০২৫ সালের ভোরের আলো ক্যামেরায় বন্দি করেন তারা। চীনের মানুষবাহী মহাকাশযান কর্মসূচিতে আরও উল্লেখযোগ্য সাফল্যের আশায় রয়েছেন নভোচারীরা।