বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে গৃহহীনদের সংখ্যা বেড়েছে ১৮ শতাংশ

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে গৃহহীন ছিলেন ইতিহাস সর্বোচ্চ ৭ লাখ ৭১ হাজার মানুষ। এক বছর ব্যবধানে এই সংখ্যা বেড়েছে ১৮ শতাংশ।

মার্কিন গৃহায়ন ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। যেখানে উল্লেখ করা হয়, গৃহহীনদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় দেড় লাখ।

আবাসন সংকটের বিপরীতে ব্যয় বেড়ে যাবার কারণে অনেক মার্কিন নাগরিককে থাকতে হচ্ছে তাঁবু খাটিয়ে। এছাড়াও ঘূর্ণিঝড়, বন্যা ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহীনের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত।

নিউইয়র্ক, নিউজার্সি, ডেনভার ও শিকাগোর মতো শহরগুলোর অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বাস করছেন হাজারো মানুষ।

ইএ