এছাড়া, হাজার হাজার লিটার কীটনাশক ও সালফিউরিক অ্যাসিড বহনকারী লরিগুলো নদীতে পড়ে যায়। এতে নদীর পানি দূষিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
পানি দূষণে কারণে ব্যাহত হচ্ছে ডুবুরিদের উদ্ধার কাজ। টোকাটিনস নদীর আশেপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ব্রাজিলের ফেডারেল সরকার।
সেতু পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের গভর্নর। এই সেতুটি বেলেম ও ব্রাজিলিয়া মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। গেল রোববার সেতুটি ধসে পড়ে।