হাইতির সরকারি হাসপাতালে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

.
বিদেশে এখন
0

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির একটি সরকারি হাসপাতালে দুর্বৃত্তদের গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন।

নিহতদের মধ্যে দুজন সাংবাদিক এবং পুলিশ কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বন্ধ হয়ে যাওয়া সরকারি হাসপাতালটি পুনরায় চালুর ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানেই একদল সশস্ত্র লোক অতর্কিত হামলা চালায়। এ সময় অনেকে দেয়ালে টপকে হাসপাতাল থেকে বের হয়। গেল মার্চ মাসে গ্যাং হামলার কারণে বন্ধ হয়ে যায় স্টেট ইউনিভার্সিটি অব হাইতি হাসপাতাল।

ইএ