চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের দায়ের কোপে পুলিশ কর্মকর্তা গুরুতর আহত

হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মকর্তা
হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মকর্তা | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের দায়ের কোপে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১ টার দিকে সদর উপজেলার আমনুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আহত ওই কর্মকর্তা আমনুরা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) নূর ইসলাম (৪৭)। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাত ১১ টার দিকে ৯৯৯ ফোন দিয়ে জানানো হয় সদর উপজেলার আমনুর পাইপাস সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত।

পরে একজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে যান আমনুরা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) নূর ইসলাম।

এসময় কিছু বুঝে উঠার আগেই তার হাতে দায়ের কোপ দেই ডাকাত দলের সদস্যরা। এতে গুরুত্বর আহত হয় নূর ইসলাম। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ