বিদেশে এখন
0

ক্রিসমাস ঘিরে প্যারিসের আইকনিক চ্যাম্পস এলিসিসে ৪শ' গাছে আলোকসজ্জা

ক্রিসমাস ঘিরে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক চ্যাম্পস এলিসিস অ্যাভিনিউর ৪শ' গাছে আলোকসজ্জা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। স্থানীয়দের পাশাপাশি আলোর উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরাও। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত থাকবে মনোমুগ্ধকর এই আলোকসজ্জা।

হাজার হাজার এলইডি লাইটে মোড়ানো ৪শ' গাছের আলোতে ঝলমল করা এই দৃশ্যটি ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক চ্যাম্পস এলিসিস অ্যাভিনিউর। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ঘিরে এমন বর্ণিল আলোয় সেজেছে শহরটি। ঝলমলে আলোকসজ্জা দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শনার্থীদের।

দর্শনার্থীদের একজন বলেন, ‘আমরা প্রতিবছরই ক্রিসমাসের এই আলোকসজ্জা দেখতে এখানে আসি। এখানে খুব সুন্দর আয়োজন থাকে।’

আরেকজন বলেন,  ‘আমি মনে করি আমরা আজ চ্যাম্পস এলিসিসে যা দেখছি তা প্যারিসীয় জাঁকজমক আয়োজনের ধারাবাহিকতারই অংশ।’

২৫ ডিসেম্বর বড়দিন উদযাপন ঘিরে প্যারিসে এই আলোর আয়োজন চলছে গেল ২৪ নভেম্বর থেকে। স্থানীয়দের পাশাপাশি ঝলমলে এই আলোরমেলা নজর কেড়েছে বিদেশি পর্যটকদেরও। ক্রিসমাস ও খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষ্যে মনোমুগ্ধকর এই আয়োজনে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরাও।

কেবল চ্যাম্পস এলিসিস অ্যাভিনিউ নয়, মনোমুগ্ধকর আলোকসজ্জার আয়োজন ফ্রান্সের প্রতিটি বাড়ি-ঘর, শপিংমল ও অলিগলিতে। রঙিন আলোয় উৎসবের নগরিতে রূপ নেয়া প্যারিসের এই আয়োজন চলবে নতুন বছরের ৫ জানুয়ারি পর্যন্ত।

ইএ