স্বাস্থ্য
বিদেশে এখন
0

আগামী মে মাসের মধ্যে মহামারি চুক্তি করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সমর্থন দেবে কিনা, সেই চিন্তা না করেই ২০২৫ সালের মে মাসের মধ্যে একটি মহামারি চুক্তি করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস জানান, ডব্লিউএইচওর অধিভুক্ত ১৯৪ টি দেশের সঙ্গে এই বিষয়ে দুই বছর ধরে আলোচনা হচ্ছে।

করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরই সব দেশের অংশগ্রহণে এই চুক্তি করতে আগ্রহী ডব্লিউএইচও।

যদিও ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কতটুকু সহযোগিতা পাবেন, তা নিয়ে শঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব।

যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপে সম্মতি জানাবেন বলেও আশা প্রকাশ করেন ডব্লিউএইচও প্রধান তেদ্রোস।

আপাতত যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বাস্তুচ্যুতদের সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এএইচ