বিদেশে এখন
0

পুনর্নির্মাণ শেষে ফের খুললো প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল

দীর্ঘ প্রতীক্ষার পর ফের খুললো ফ্রান্সের রাজধানী প্যারিসে হাজার বছরের পুরোনো নটরডেম ক্যাথেড্রাল। অগ্নিকাণ্ডে বিধ্বস্তের পর পাঁচ বছরের পুনর্নির্মাণকাজ শেষে শনিবার (৭ ডিসেম্বর) জাঁকজমকপূর্ণ আয়োজনে চালু হয় গির্জাটি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে বিশ্ববিখ্যাত এ গির্জার উদ্বোধনী আয়োজনে যোগ দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বর্তমান মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন, ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি, মার্কিন ধনকুবের ও নতুন ট্রাম্প প্রশাসনের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কসহ বিশ্বনেতাদের অনেকে।

সাধারণ দর্শনার্থীদের জন্য থেকে চালু হচ্ছে ধর্মীয় উপাসনালয়টি। ২০১৯ সালের ১৫ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছিল ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রাল, ছাদসহ ধসে পড়ায় অক্ষত ছিল না প্রায় কিছুই।

এটি পুনঃনির্মাণে খরচ হয়েছে ৯০ কোটি ডলার।

ইএ