পুনর্নির্মাণ শেষে ফের খুললো প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল
দীর্ঘ প্রতীক্ষার পর ফের খুললো ফ্রান্সের রাজধানী প্যারিসে হাজার বছরের পুরোনো নটরডেম ক্যাথেড্রাল। অগ্নিকাণ্ডে বিধ্বস্তের পর পাঁচ বছরের পুনর্নির্মাণকাজ শেষে শনিবার (৭ ডিসেম্বর) জাঁকজমকপূর্ণ আয়োজনে চালু হয় গির্জাটি।