টিভি পর্দার জনপ্রিয় কার্টুন চরিত্র স্পাইডারম্যান, মিনি মাউস ও স্পঞ্জবব নেমে এসেছে নিউইয়র্কের রাস্তায়। হরিণের ম্যাজিক স্লেইয়ে চড়ে স্যান্টা ক্লজের আবির্ভাব জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বড়দিন। একইসঙ্গে উদযাপন হয় থ্যাংক্স গিভিং ডে।
নিউইয়র্কের পাশাপাশি নানা আয়োজনে যুক্তরাষ্ট্রজুড়ে বিশেষ এই দিনটি উদযাপন করা হয়। শিকাগোর বার্ষিক থ্যাংক্স গিভিং ডে প্যারেডে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। নাচ ও গানের পাশাপাশি বিশেষ এই দিনটিকে বরণ করে নেন ইলিনয়ের অধিবাসীর।
যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১১ হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের জন্য আয়োজন করা হয় বিশেষ থ্যাংক্স গিভিং ভোজ। প্রতিটি পাতে ছিল টার্কি, ম্যাকারনি ও রোস্ট করা মুরগি। ডংডু চেয়নের সামরিক ঘাঁটিতে শতাধিক সেনার জন্য এর পাশাপাশি রাখা হয় কোরিয়ার ঐতিহ্যবাহী খাবার কিমচি।
কিমচি ও রাডিশ কিমচির মতো বিশেষ খাবার প্রস্তুত করা হয়েছে। থ্যাংক্স গিভিং ডে উপলক্ষে আমরা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, দুই দেশেরই ঐতিহ্যবাহী খাবার খেয়েছি।
বাচ্চারা, আমি তোমাদের মিস করছি। দেশে সবাই আনন্দ করছে। আর আমরা ফোনকলের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করছি।
শুধু মার্কিনরাই নয়, উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্তের মানুষ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেন থ্যাংক্স গিভিং ডে। মেক্সিকোর সীমান্তবর্তী শহর জুয়ারেজে আশ্রয়হীনদের জন্য খাবার বিতরণ করেছেন বিত্তশালীরা। স্থানীয় গির্জায় চলে দিনব্যাপী আয়োজন। খাবারের পাশাপাশি অভিবাসীদের দেয়া হয় উপহার।
অভিবাসীদের একজন বলেন, ‘খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। খাবার, উপহার ও আতিথেয়তায় আমি বাকরুদ্ধ হয়ে গেছি।’
আরেকজন বলেন, ‘থ্যাংক্স গিভিং ডে' তে স্রষ্টাকে ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে খাবার স্রষ্টার ইচ্ছায় পেয়েছি।’
১৬শ শতকে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীরা ফসলের ফলন নিয়ে চিন্তিত ছিলেন। সে সময় ইউরোপিয়ানদের সাহায্য করেন স্থানীয় আমেরিকানরা। ১৬২১ সালে নভেম্বরের শেষ বৃহস্পতিবার ধন্যবাদ জ্ঞাপনের জন্য খাবারের আয়োজন করে অভিবাসীরা। কাল পরিক্রমায় যা পরিচয় পেয়েছে থ্যাংক্স গিভিং ডে হিসেবে।