বিদেশে এখন
0

২০২৫ সালে খাদ্য সহায়তা বাবদ প্রায় ১৭শ কোটি ডলার প্রয়োজন

জলবায়ু পরিবর্তন, সংঘাতের কারণে সারাবিশ্বে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এতে করে ২০২৫ সালে খাদ্য সহায়তা বাবদ প্রায় ১৭শ কোটি ডলার প্রয়োজন পড়বে। এমনটাই জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।

দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডব্লিউএফপির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বের ৭৪টি দেশের ৩৪ কোটি মানুষ খাদ্য অনিশ্চয়তায় ভুগছে। যা গেল বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।

যে দেশগুলোতে ডব্লিউএফপি খাদ্য সহায়তা দেয়, সেই দেশগুলোর অবস্থাও ভয়াবহ। ১২ কোটির বেশি মানুষকে খাদ্য সহায়তা দিতে প্রয়োজন ১ হাজার ৯০০ কোটি ডলার।

আর্থিক সহায়তা কমার পাশাপাশি মূল্যস্ফীতির কারণে বেশ কঠিন হয়ে পড়েছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করা।

এএম