বিদেশে এখন
0

ট্রাম্পের বিতর্কিত ঘুষের মামলার সাজা পেছাতে সম্মত নিউইয়র্কের কৌঁসুলিরা

ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কিত ঘুষের মামলার সাজা পেছাতে সম্মত নিউইয়র্কের কৌঁসুলিরা। পাশাপাশি মামলাটি বাতিলের বিষয়ে শুনানির জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আদালত। এদিকে, সমালোচনার মুখেও একাধিক মামলার আসামি সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়ার পক্ষে অটল ট্রাম্প। এছাড়া, ট্রাম্পের কড়া অভিবাসন নীতির মধ্যেও লস এঞ্জেলসকে অভিবাসীদের জন্য অভয়ারণ্য শহর হিসেবে ঘোষণা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর পাল্টে যেতে শুরু করেছে প্রশাসনিক চিত্র। নির্বাচনের আগে যিনি ছিলেন দাগী আসামি, এখন তিনি দেশটির প্রেসিডেন্ট। ক্ষমতা গ্রহণের আগেই মামলা ও অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে চাচ্ছেন ট্রাম্প। অভিযুক্ত হলেও পেছানো হচ্ছে সাজা। বেশিরভাগ মামলা এখন ঝুলে আছে সিদ্ধান্তহীনতায়।

২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। আগামী ২৬ নভেম্বর এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। তবে ট্রাম্পের আইনজীবীদের আবেদনে মামলার সব প্রক্রিয়া স্থগিত রাখে নিউইয়র্কের আদালত। আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর চার বছর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত মামলা সব কার্যক্রম স্থগিতের দাবি জানানো হয় ট্রাম্পের পক্ষ থেকে।

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অ্যালভিন ব্র্যাগ বলেন, ‘ট্রাম্পের বিচারকাজ ভিন্ন হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পের বিচারকাজ ভিন্ন হতে পারে। তবে এই মামলার বিচার কার্যক্রম ও রায় অন্য সব মামলার মতোই বিবেচনা করা হবে। সব ধরনের তথ্য প্রমাণ নিয়ে আইনি পদ্ধতিতে শেষ করা হবে। ভয়ে বা আতঙ্কে কোনো ধরনের বিশেষ সুবিধা দেয়া হবে না।’

রায় পেছাতে রাজি হলেও ঘুষ দেয়ার মামলাটি খারিজের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপনে ৯ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছেন প্রসিকিউটররা। যদিও ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করে আসছেন শুরু থেকেই।

কার্ডোজো স্কুল অব ল অধ্যাপক জেসিকা রথ বলেন, ‘আদালত নিজস্ব গতিতে বিচারকাজ চালাবে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস মামলার কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তবে আদালত তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত নিজের মতামত জারি করবে।’

বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের সমালোচনা মুখেও ম্যাট গেটজকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। ৪২ বছর বয়সী গেটজের বিচার বিভাগে কাজের কোনো অভিজ্ঞতা নেই। শুধু তাই নয়, যৌনকর্মী পাচার, অসদাচরণ, অবৈধ মাদক ব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগে তদন্তের মুখোমুখিও হয়েছিলেন তিনি। এদিকে, ট্রাম্প প্রশাসনে বাণিজ্যমন্ত্রী হিসেবে যোগ দিচ্ছেন মার্কিন ধনকুবের হওয়ার্ড লাটনিক। আর শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্চেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের সহপ্রতিষ্ঠাতা লিন্ডা ম্যাকমোহন।

ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির মধ্যেও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরকে অভিবাসীদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। সিটি কাউন্সিলে ১৩-০ ভোটে সর্বসম্মতিক্রমে অভিবাসীদের সুরক্ষার অধ্যাদেশটি পাশ হয়। এর ফলে এই শহরে বসবাসকারী ১৩ লাখ অভিবাসীর বিরুদ্ধে ফেডারেল সরকার কোনো অভিযান পরিচালনা করতে পারবে না।

ইএ