বিদেশে এখন
0

এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পেরুতে চীনা প্রেসিডেন্ট

৩১তম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পেরুর রাজধানী লিমায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানী লিমার কালাও বিমানবন্দরে অবতরণের পর চীনা প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন।

সফরের পর একটি লিখিত বিবৃতিতে শি জানান, প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের আমন্ত্রণ পেয়ে তিনি আনন্দিত হয়েছেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ৪০০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করিয়ে প্রেসিডেন্ট শি আরও জানান, চীনা সরকার সবসময়ই পেরুর সাফল্য কামনা করে।

শি জিনপিং আরও বলেন, ভবিষ্যতে 'সিল্ক রোড' ও 'দ্য ম্যানিলা গ্যালিওনস' সমুদ্রপথ ব্যবহার করে বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখার ব্যাপারে আশাবাদী বেইজিং।

ইএ