বাফুফের মধ্যমণি থেকে বিদ্রোহী! সাফজয়ী সাবিনা-মাসুরাদের ভবিষ্যতই এখন অনিশ্চিত। বিশ্রাম নাকি বিদায় সেটা দোদুল্যমান। তবে আরব আমিরাত সফরের জন্য ঘোষিত দলে বিদ্রোহী নারী ফুটবলারদের কারোরই জায়গা হয়নি।
অবশ্য বাফুফের মনোনীত ২৩ জনের স্কোয়াডে আছেন সাত সাফজয়ী ফুটবলার। আফিইদা খন্দকার, শাহেদা আক্তারদের পাশাপাশি প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলার দশজন। তরুণ দলের প্রতি প্রত্যাশার চাপ নয় বরং কোচ পিটার বাটলার দিতে চান পর্যাপ্ত সময়।
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার বলেন, দলটা তুলনামূলক নতুন ও অনভিজ্ঞ। তাদের পর্যাপ্ত ম্যাচ খেলানো প্রয়োজন। তারা ভুল করবে। সবারই ভুল হয়। সেই ভুল থেকে শিক্ষাগ্রহণ করবে তারা।
গত অক্টোবরে সাফ জয়ের পর আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথমবারের মতো মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মার্চ। দুই ম্যাচের সিরিজ খেলতে আফইদা-শাহেদারা আরব আমিরাতে পা রাখবে ২৪ ফেব্রুয়ারি।