বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ইলেক্টোরাল ভোটে এগিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফল আসা শুরু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী প্রাথমিক ফলে ইন্ডিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে তিনটি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করে ভার্মন্টে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিস।

ইন্ডিয়ানায় ১১টি ও কেন্টাকিতে ৮টি মিলিয়ে এখন পর্যন্ত ১৯টি ইলেক্টোরাল ভোট পেয়ে ১৬টি ইলেক্টোরাল ভোটে কামালার চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প।

কেন্টাকি, ইন্ডিয়াতে রিপাবলিকান পার্টির ট্রাম্পের জয় আগে থেকেই আভাস মিলছিলো। অপরদিকে ভার্মন্টে ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস জিতবেন সেটিও আগে ধারণা করা হয়েছিল। কারণ কেন্টাকি-ইন্ডিয়ানা রিপাবলিকান এবং ভার্মন্ট ডেমোক্র্যাটিকদের পুরোনো ঘাঁটি।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর