বিদেশে এখন
0

ট্রাফালগার স্কয়ারে প্রবাসী ভারতীয়দের আয়োজনে দীপাবলি উদযাপন

প্রবাসী ভারতীয়দের আয়োজিত দীপাবলি উদযাপন অনুষ্ঠানে মিলন মেলায় পরিণত হয়েছে লন্ডনে থাকা ট্রাফালগার স্কয়ার। দীপাবলির আয়োজনটি সনাতন ধর্মাবলম্বীদের হলেও জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রবাসী ও পর্যটকরা। এটিকে অন্ধকারের ওপর আলোর বিজয়ের উদযাপন বলে মন্তব্য করেছেন লন্ডনের মেয়র।

লন্ডনে থাকা ট্রাফালগার স্কয়ার। প্রতিবছরের মতো এবারও ছিল প্রবাসী ভারতীয়দের আয়োজিত দীপাবলির আয়োজন।

ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সনাতনদের এই আয়োজনে অংশ নেন বিভিন্ন দেশের পর্যটকরা। রঙিন সাজসজ্জায় নাচে গানে দীপাবলি উদযাপনে মাতে সবাই। ট্রাফালগার স্কয়ার রূপ নেয় মিলন মেলায়।

পর্যটকদের একজন বলেন, ‘এটা এক অসাধারণ অভিজ্ঞতা। কারণ আমরা ভারত, আফ্রিকা এবং পুরো ইউরোপের পর্যটক পেয়েছি। অনেক আমেরিকানও ছিলেন।’

আরেকজন বলেন, ‘এখানে সবাই আমাদের সাথে দীপাবলি উদযাপন করতে জড়ো হয়েছেন। বিভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন ধর্মের মানুষ এখানে আছেন। এর মধ্য দিয়ে সবাই এক মানুষ এক লন্ডনের বার্তা দেয়।’

ব্রিটেনের শহরটিতে রোববারের (২৭ অক্টোবর) বর্ণাঢ্য এই আয়োজনে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন বলে দাবি দীপাবলি উদযাপন কমিটির। এই উদযাপন বন্ধুত্বের বার্তা দেয় বলে মনে করেন লন্ডনের মেয়র সাদিক খান।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘আমরা সবাই মিলে দীপাবলি উদযাপন করার একটা কারণ আছে। আর সেটি হলো, অন্ধকারের ওপর আলোর বিজয়ের উদযাপন। মন্দের ওপর দিয়ে ভালোর আগমনের উদযাপন। সেই সঙ্গে শত্রুতা ভুলে বন্ধুত্বের উদযাপন।’

লন্ডনের মেয়রের সঙ্গে মিলে প্রতিবছরই এই আয়োজন করে থাকে দীপাবলি ইন লন্ডন কমিটি। এছাড়াও ভারতের একাধিক সংগঠন মিলে দীপাবলি উদযাপনে মেতে উঠেন।

ইএ