বসন্ত পঞ্চমীর পবিত্র স্নানের পর ধারণা করা হয়েছিল, ভিড় কমবে। কিন্তু দেখা গেছে উল্টো চিত্র। প্রয়াগরাজে তিন নদীর সংযোগস্থল ত্রিভেনি সঙ্গমে স্নানের জন্য এখনও আসছেন হাজার হাজার ভক্ত।
এই ট্রাফিক জ্যাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পারে মধ্য প্রদেশের পুলিশ প্রয়াগরাজ অভিমুখে যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে।
অভিযোগ করা হচ্ছে, অনেক যানবাহন ৪৮ ঘণ্টা পর্যন্ত আটকে রয়েছে। বিশ্বের সবচেয়ে ব্ড় ধর্মীয় এই সমাগমে এতো অব্যবস্থাপনা নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করছে বিরোধীদল।