বিদেশে এখন
0

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে উত্তর কোরিয়ার ময়লা ভর্তি বেলুন

উত্তর কোরিয়া থেকে ছোড়া ময়লা ভর্তি বেলুন ভূপাতিত হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন প্রাঙ্গণে। ময়লার পাশাপাশি সিউলের প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল ও তার স্ত্রীকে নিয়ে প্রোপাগান্ডা লিফলেটে ভর্তি ছিল বেলুনটি।

গেল মে মাস থেকে দক্ষিণ কোরিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি ময়লাভর্তি বেলুন ছুঁড়েছে উত্তর কোরিয়া। বেলুন কাণ্ডের জেরে রাজধানী সিউলের দুটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে অধিকাংশ সময়ই।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র বলছে, ইনচন ও গিম্পো বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখতে হয়েছে ৪শ ১৩ মিনিটেরও বেশি সময়।

বিশ্বের ৫ম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে স্বীকৃত ইনচন। বেলুন কাণ্ডে উত্তর কোরিয়া সীমা লঙ্ঘন করলে শক্তিশালী পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

ইএ