বিদেশে এখন
0

ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় লেবাননে ৩৭ জনের মৃত্যু

লেবাননের বৈরুতে বিমানবন্দরের কাছে শক্তিশালী রকেট হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৩৭ জনের। ইসরাইলি বিভিন্ন গণমাধ্যম বলছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ'র উত্তরসূরি হাশেম সাফেদানিকে টার্গেট করেছিল আইডিএফ। এদিকে পাল্টা হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার আশঙ্কায় ইরানের জ্বালানি বা অবকাঠামো খাতে ইসরাইলকে হামলা না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে, মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে পাঁচ শতাংশ বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দর।

রাতভর থেমে থেমে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে রাজধানী বৈরুতে বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রকেট হামলা চালিয়েছে ইসরাইল। এর আগেই দক্ষিণাঞ্চলের ২০টিরও বেশি শহর থেকে স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ।

শুক্রবার (৪ অক্টোবর) ইসরাইলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, বৈরুতের দক্ষিণাঞ্চলে দাহিয়েতে শুক্রবার এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ'র স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা থাকা হাশেম সাফেদানিকে হত্যা করা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি সামরিক বাহিনীর অভিযানে বাড়ছে হতাহতের সংখ্যা।

এদিকে, হামলার তীব্রতা বাড়াচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলের দাবি, শুক্রবার বিভিন্ন স্থাপনা, অস্ত্রের গুদাম লক্ষ্য করে ছোড়া অন্তত ২০০ লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে আইডিএফ। আইডিএফ'এর দাবি, হিজবুল্লাহ'র প্রধান কার্যালয়ে হামলা করেছে তারা।

মধ্যপ্রাচ্যের এমন সংকটময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলকে বলা হয়েছে ইরানের জ্বালানি কেন্দ্র বা অবকাঠামো খাতে কোনো ধরনের হামলা না করতে। হাসান নাসরাল্লাহ'কে হত্যার পর ইরান ইসরাইল অভিমুখে ক্ষেপণাস্ত্র ছুঁড়লে নতুন করে শুরু হয় দুই দেশের ছায়াযুদ্ধ। তবে বাইডেনের আশ্বাস, মধ্যপ্রাচ্য যাবে না অনিবার্য যুদ্ধের দিকে।

এদিকে চলমান সংঘাতেই বিশ্ববাজারে পাঁচ শতাংশ বেড়ে গেছে অপরিশোধিত জ্বালানি তেলের দর।

এসএস