বিদেশে এখন
0

যুক্তরাজ্যের মধ্য ও দক্ষিণাঞ্চল জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা

মধ্য ইউরোপের পর এবার যুক্তরাজ্যের মধ্য ও দক্ষিণাঞ্চল জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। গেল কয়েকদিনের একটানা প্রবল বর্ষণে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে বেডফোর্ডশায়ায়ের বাসিন্দারা।

এছাড়াও, বন্যা দেখা দিয়েছে স্টাফোর্ডশায়ারেও। এতে, এরইমধ্যে ডুবে গেছে শহরের বেশিরভাগ রাস্তাঘাট ও ঘরবাড়ি। তলিয়ে গেছে অন্যান্য স্থাপনা। ফলে, আটকা পড়েছেন বহু বাসিন্দা। 

আটকে পড়াদের উদ্ধারে এরইমধ্যে অভিযান শুরু করেছে উদ্ধারকর্মীরা। এদিকে, ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় আগামী দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। 

এদিকে পোল্যান্ড ও হাঙ্গেরিতে নজিরবিহীন বন্যার পর এবার দুর্যোগের কবলে পড়তে যাচ্ছে সার্বিয়া ও ক্রোয়েশিয়া। 

দানিউব নদীর পানির বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার পানি দ্রুত দেশদুটির দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর