কলকাতার আর জি কর কাণ্ডে নবান্ন অভিজানের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘটছে না ধরনের হামলা ও সহিংতার ঘটনা। প্রকাশ্যে গোলাগুলি, হামলা এমনকি ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা বাড়ছে গোটা রাজ্যে।
বুধবার, ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলির পর এবার হুগলির মগরাতে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে, অন্তত দুইজনের আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে, মগরা থানার নাকসা মোরের কাছে বুধবার গভীর রাতে দুজন বাইক নিয়ে মগড়ার দিকে যাচ্ছিলো। সেসময় পেছন থেকে একটি প্রাইভেট কার এসে তাদের খুব কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই আহত হন তারা। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে আরজি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার হরিদেবপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যাক্তির বিরুদ্ধে। নির্যাতিতা তরুনীর পরিবারের অভিযোগের ভিত্তিতে এরইমধ্যে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এরমধ্যেই, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, নবান্ন অভিযানে যেভাবে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল তাতে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলমান এ ছাত্র আন্দোলন বড় আন্দোলনে রূপ নিলে তার চেয়ারটাও নড়বড়ে হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার, বিজেপির ডাকে ১২ ঘন্টার 'বাংলা বনধ' কর্মসূচি শেষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন সুকান্ত।
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘মুখ্যমন্ত্রী ভয়ে আছে ছাত্র আন্দোলন নিয়ে। যদি তার চেয়ার নরবড়ে হয়ে যায়।’
এই যখন অবস্থা তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার রাজনীতি চলেনা। সবাইকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্রের জবাব দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলায় দাঙ্গা হয় না। বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি চলেনা। এখানে সবাই এক হয়ে সব সব ষড়যন্ত্রের জবাব দিবে।’
আরজি কর কাণ্ডে সুষ্ঠু বিচারের দাবিতে শুরু হওয়া চলমান আন্দোলন এরইমধ্যে রূপ নিয়েছে মমতার পদত্যাগের এক দফা দাবিতে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিমুখে যাত্রা কর্মসূচির যাক দেয় শিক্ষার্থী ও নাগরিক সমাজ। এতে, পুলিশি হামলার প্রতিবাতে বুধবার ১২ ঘন্টার বনধ কর্মসূচির ডাক দেয় বিজেপি। এ অবস্থায় যই সময় গড়াচ্ছে আও জোরালো হচ্ছে মমতার পদত্যাগের দাবি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে চলমানএ আন্দোলন আগামী দিকে কোনদিকে মোড় নেয় কিংবা, আন্দোলনাকারীরা আগামী দিনে কি ধরনের কর্মসূচির ডাক দেয় সেদিকেই তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসী।