ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয় বরং একজন রাজনৈতিক নেতা হিসেবে বিবেচনা করে বিচার কাজ চালাতে হবে। এতে পুনরায় নির্বাচন করার বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক এ বিষয়ে শুনানি করবেন। তখন মামলার বিষয়ে সিদ্ধান্ত নতুন আসতে পারে। তবে গত জুলাই মাসে এই মামলা থেকে ট্রাম্পকে দায়মুক্তি দেন দেশটির সুপ্রিম কোর্ট।
প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতাবলে তিনি এই দায়মুক্তি পান। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা চালায় ট্রাম্পের সমর্থকেরা। সেসময় এর পেছনে ট্রাম্পের সরাসরি ইন্ধনের অভিযোগ উঠে।