সোমবার (২৬ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে ইরানের বিপ্লবি গার্ড বাহিনীর শীর্ষ কমাণ্ডার মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, কখন কিভাবে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া হবে, তা নির্ধারণ করবে তেহরান।
এদিকে, গাজায় ইসরাইলি বাহিনীর তীব্র অভিযানের মধ্যেই সৌদিআরব সফরে গেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
আজ (মঙ্গলবার, ২৭ আগস্ট) সৌদি যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্টের। এদিকে, মধ্য গাজার দেইর আল বালায় মাগাজি শরণার্থী ক্যাম্পের কাছে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়াও, অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী ক্যাম্পের কাছে ইসরাইলি অভিযানে নিহত হয়েছেন আরও অন্তত ছয় ফিলিস্তিনি।