বিদেশে এখন
0

আবারো হামলার শিকার ফ্রান্স, কেটে ফেলা হয়েছে ফাইবার ক্যাবল

আবারো দুর্বৃত্তদের হামলার শিকার ফ্রান্স, এবার কেটে ফেলা হলো দেশটির কয়েকটি গ্লাস অপটিক ফাইবার ক্যাবল। ফ্রান্সের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শীর্ষ মোবাইল অপারেটদের ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি অঞ্চলে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা। যদিও অলিম্পিকের আয়োজক শহর প্যারিসে ইন্টারনেট সেবা এখনো স্বাভাবিক রয়েছে।

দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলার রেশ কাটতে না কাটতে আবারো দুর্বৃত্তদের হামলার শিকার ফ্রান্স। এবারের টার্গেট দেশটির গ্লাস অপটিক ফাইবার ক্যাবল।

ফরাসি পত্রিকা ল প্যারিসিয়ানের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় রোববার (২৮ জুলাই) রাতে মিউসি ও ওইসেসহ দক্ষিণ ফ্রান্সের কিছু এলাকায় কয়েকটি ফাইবার ক্যাবল কেটে দেয় দুর্বৃত্তরা। তারগুলো ছিল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এস এফ আর, ফ্রি ও বুইগা'র।

সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মার্সেইসহ কয়েকটি অঞ্চলে বন্ধ অপারেটর তিনটির মোবাইল ইন্টারনেট সেবা। যদিও অলিম্পিকের টেলিকম পার্টনার অরেঞ্জ এস এ জানিয়েছে, প্যারিসের ইন্টারনেট সঞ্চালন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। তাই অলিম্পিক দেখতে আসা ক্রীড়ামোদী ও পর্যটকরা এখনো মোবাইল ইন্টারনেট সেবা পাচ্ছেন।

শুধু ট্রেন ও মোবাইল ইন্টারনেট সেবাই নয়, প্যারিসে বিদ্যুৎ বিভ্রাটের কথাও চাউর হয়েছে। প্যারিস ব্ল্যাক আউটের ছবি ও ভিডিও পোস্ট করছেন নেটিজেনরা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি কর্তৃপক্ষ।

এর আগে প্যারিস অলিম্পিকের উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে দেশটির উচ্চগতির তিনটি রেল নেটওয়ার্কে হামলা চালায় দুর্বৃত্তরা। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রেল সেবা। ভোগান্তিতে পরেন প্রায় ৮ লাখের বেশি যাত্রী। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চরম বামপন্থী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ।

ইএ