বিদেশে এখন
0

গুলিবিদ্ধ ট্রাম্প: সন্দেহভাজন শনাক্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো তরুণকে শনাক্ত করেছে গোয়েন্দারা। সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আততায়ীর বয়স ২০-এর ঘরে বলে জানানো হলেও এখনও প্রকাশ করা হয়নি তার পরিচয়।

ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালিয়েছিল হামলাকারিরা, এমন তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে এফবিআই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে সিএনবিসি জানিয়েছে, নির্বাচনী সমাবেশের ভেন্যুতে উঁচু স্থান থেকে নজরদারিরত সিক্রেট সার্ভিসের সদস্যরা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়।

সমাবেশস্থলের কাছে একটি ভবনের ছাদে পড়ে থাকা সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহের ছবি প্রকাশিত হয়েছে।

ছবিতে দেখা গেছে, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে অন্যতম জনপ্রিয় একটি চ্যানেলের প্রচার সম্বলিত পোশাক পরিহিত ছিল হামলাকারী তরুণ।

আরও পড়ুন নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যাচেষ্টা, নিহত ২

জানা গেছে, আগ্নেয়াস্ত্রের সমর্থনে প্রচারণা চালিয়ে থাকে ‘ডেমোলিশন র‌্যাঞ্চ’ নামের চ্যানেলটি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা এক কোটির বেশি।

চলতি বছর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতায় প্রাণ গেছে নয় হাজারের বেশি মানুষের। আহত ১৭ হাজার।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর