ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, স্থানীয় সময় রবিবার গভীর রাতে হারিকেনটি উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বইয়ে যাবে। দুইদিনে ওই অঞ্চলে প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৭৫ মাইল। সমুদ্রের পানির উচ্চতা ৫ থেকে ৭ ফুট বেড়ে হারিকেন বেরিল ক্রমেই ধ্বংসাত্মক ও প্রাণঘাতী হয়ে উঠছে। উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।