পরিবেশ ও জলবায়ু
বিদেশে এখন
0

ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী হারিকেনে রূপ নিয়েছে 'বেরিল'

ক্যারিবীয় অঞ্চলের গ্রীষ্মমন্ডলীয় ঝড় বেরিল শক্তিশালী হয়ে ৩ নম্বর ক্যাটাগরির হারিকেনে রূপ নিয়েছে। এটি দ্রুত আরও তীব্র আকার ধারণ করতে পারে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, স্থানীয় সময় রবিবার গভীর রাতে হারিকেনটি উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বইয়ে যাবে। দুইদিনে ওই অঞ্চলে প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৭৫ মাইল। সমুদ্রের পানির উচ্চতা ৫ থেকে ৭ ফুট বেড়ে হারিকেন বেরিল ক্রমেই ধ্বংসাত্মক ও প্রাণঘাতী হয়ে উঠছে। উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

এভিএস