বিদেশে এখন
0

ভারতের লোকসভা নির্বাচনে তারকাদের দাপট

বিনোদন জগতে যারা ঝড় তুলতে পারেন, ভোটের লড়াইয়েও তারা একই খেল দেখাবেন- সেটা তো প্রায় প্রত্যাশিতই। ভারতে এবারের লোকসভা নির্বাচনে আরও একবার নিজেদের সক্ষমতার প্রমাণ দিলেন সেলুলয়েড দুনিয়ার একঝাঁক তারকা।

প্রথমবারের মতো নির্বাচনের স্ক্রিন টেস্টে সবাইকে অবাক করেছেন কঙ্গনা রনৌত। হিমাচল প্রদেশের মান্ডি থেকে কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহকে প্রায় ৭৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপির প্রার্থী কঙ্গনা। নেপোটিজম নিয়ে কথা বলে আলোচনা সমালোচনার তুঙ্গে থাকা বলিউড অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, নির্বাচনে জিতলে বলিউড ছাড়বেন। রাজনীতিতেই থিতু হওয়ার পরিকল্পনা তাঁর। সংসদীয় বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে দিল্লির বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে গেলে সেখানে চেকিংয়ের সময় হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন তিনি।

চমকে দেয়া অভিনেতা অভিনেত্রীদের তালিকায় এরপরই আছেন 'ড্রিম গার্ল' হেমা মালিনী। উত্তর প্রদেশের মথুরা আসনে কংগ্রেস নেতা মুকেশ ধনগরকে তিনি ২ লাখ ৯৩ হাজার লাখ ভোটের ব্যবধানে ধরাশায়ী করেছেন। আসানসোল আসনে ত্রিমুখী লড়াইয়ে বাম ও বিজেপি প্রার্থীকে পরাস্ত করেছেন তৃণমূলপ্রার্থী শত্রুঘ্ন সিনহা। জয়ের হাসি হেসেছেন বিজেপি'র মনোজ তিওয়ারি, রবি কৃষাণ, সুরেশ গোপীর মতো তারকারাও।

এদিকে, টলিটডের হার্টথ্রব স্টারদের চমক দেখেছে পশ্চিমবঙ্গ। খোকাবাবু থেকে দিদি নাম্বার ওয়ান তৃণমূলের পাল্লাভারী করেছেন প্রায় সকল তারকা প্রার্থী। ঘাটাল আসনে অভিনেতা হিরন্ময় চ্যাটার্জিকে হারিয়েছেন অভিনেতা দীপক চক্রবর্তী দেব। অভিষেক ম্যাচেই ছক্কা মেরেছেন রচনা ব্যানার্জি, হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে পরাজিত করেন তিনি। বীরভূমে শতাব্দী রায়, হুগলিতে বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরে সায়নী ঘোষ- তৃণমূলের জয় ছিনিয়ে এনেছেন সগৌরবে।

তবে, হেভিওয়েট সেলিব্রিটিদের মধ্যে 'কিউ কি সাস ভি কাভি বহু থি' সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি ইরানির হার ছিল অপ্রত্যাশিত। সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের আমেথিতে কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে হেরেছেন দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে।

আলোচনায় এসেছে কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠির নাম। মোদি কিংবা বিজেপি'র স্বৈরাচারী শাসন, হিন্দুত্ববাদ কিংবা চাকরি প্রোপাগান্ডা- নানা বিতর্কিত ইস্যুতে ধ্রুবের কন্টেন্ট পার করেছে কয়েক মিলিয়ন ভিউ। আল জাজিরা, ইকনোমিক্স, টাইম ম্যাগাজিন, টেলিগ্রাফের মতো নন্দিত গণমাধ্যমের খবরে এসেছে ধ্রুবের নাম। নির্বাচনের সময় ভারতের অলিতে গলিতে প্রোজেক্টরে এসব কন্টেন্ট দেখানোর ব্যবস্থা করেন মোদি বিরোধীরা।

ইএ