বিদেশে এখন
0

রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, তলিয়ে গেছে ১০ হাজারের বেশি ঘরবাড়ি

রাশিয়ায় কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। বন্যায় রাশিয়ার ৩৯ অঞ্চলের ১০ হাজার ৪০০টিরও বেশি বাড়িঘর তলিয়ে গেছে। উরাল পার্বত্য এলাকা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।

সাধারণ মৌসুমি বন্যার তুলনায় এ বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে বরফ গলার কারণে। উরাল পর্বত থেকে উরাল নদী বয়ে গিয়ে পড়ে কাস্পিয়ান সাগরে।

বরফ গলা পানির কারণে গত শুক্রবার মাত্র কয়েক ঘণ্টায় নদীটির পানি ফুলে ফেঁপে উঠে ওরস্ক নগরীর বাঁধ ভেঙে যায়। এছাড়া সাইবেরিয়া, ভলগা এবং রাশিয়ার মধ্যাঞ্চলেও বন্যার খবর পাওয়া গেছে।

সেইসঙ্গে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি, তুষার গলে যাওয়া এবং নদী ভাঙনের পূর্বাভাস দিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।