বিদেশে এখন
0

বর্ণিল ছবিতে সেজেছে আবুধাবি

মুসলিমপ্রধান দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী'র পথে প্রান্তরে আঁকা দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। উদীয়মান শিল্পীদের প্রতিভাকে বিকশিত করতে চলছে আবুধাবি ক্যানভাস প্রকল্প। যার মাধ্যমে পুরো শহরকেই বানানো হয়েছে ক্যানভাস। রাজধানীর ১৩ শিল্পী এ পর্যন্ত ৮৪০ ঘণ্টার বেশি সময় ব্যয় করে সাজিয়ে তুলেছেন শহরকে।

দেশটির পৌরসভা ও পরিবহন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে প্রকল্প আবুধাবি ক্যানভাস। আমিরাতের উদীয়মান শিল্পীদের প্রতিভাকে বিকশিত করতেই এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই শহরের ৪০টির বেশি বাস স্টপেজ স্প্রে দিয়ে রাঙ্গিয়েছেন শিল্পীরা, দিয়েছেন ৮৪০ ঘণ্টার বেশি সময়।

সংযুক্ত আরব আমিরাতের ডিএমটি পরিচালক নুর শাম্মা বলেন, 'আমাদের অনেক স্থানীয় শিল্পী আছে। তাদের প্রতিভাকে সমর্থন করাই আমাদের লক্ষ্য। একইসঙ্গে শহরের ভাবমূর্তির পরিমার্জনে ভূমিকা রাখবে এই উদ্যোগ।'

আবুধাবি প্রশাসনের উদ্যোগটিতে অংশ নিয়েছেন ১৩জন শিল্পী। স্প্রে হাতে ফুটিয়ে তুলছেন বাজপাখি, ছাগল ও ঘোড়ার মতো আমিরাতের সংস্কৃতি। শিল্পীরা বলছেন, নিজের সত্ত্বাকে বড় পরিসরে তুলে ধরার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন আবুধাবি ক্যানভাসকে। পাশাপাশি পর্যটকদের পরিচিত করাচ্ছেন স্থানীয় সংস্কৃতির সঙ্গে।

শিল্পীরা বলেন, 'আমার মতে, ছবি মানুষের আত্মাকে জীবন দেয়। যখন একজন রাস্তায় হাঁটার সময় বড় ছবি দেখেন, তখন তিনি নিজের জীবনের সৌন্দর্য খুঁজে পান।'

আরেকজন বলেন, 'মাঝেমধ্যে আমাদের সঙ্গে মানুষ দেয়ালে আঁকতে আসেন। তাদের সঙ্গে কথোপকথন হয়। আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেই।'

মুসলিম প্রধান দেশটিতে শহরের পথে প্রান্তরে ছবি আঁকা ইতিবাচক দৃষ্টিতে গ্রহণ করছেন স্থানীয়রা। পথচারীদের অভিমত, আমিরাতের সংস্কৃতিকে ভিনদেশিদের কাছে তুলে ধরতে সহায়তা করছে আবুধাবি ক্যানভাস।

স্থানীয়দের একজন বলেন, 'নারীর হাতে ছাগশিশু, এটি বর্তমান আমিরাতের ভিত্তি। এসময় পার করেই বর্তমানের উন্নত আমিরাতকে আমরা দেখতে পারছি।'

আরেকজন বলেন, 'এই উদ্যোগটি খুব ভালো। শহর ও এর মানুষদের বর্ণিল লাগছে। বাসের জন্য অপেক্ষা করার সময় অনেকে গ্রাফিতি দেখছে, ছবি তুলছে।'

পর্যটন খাতকে গতিশীল করতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে আবুধাবি সরকার। ২০৩০ সাল নাগাদ বার্ষিক পর্যটক সংখ্যা প্রায় দ্বিগুণ অর্থাৎ ৭২ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে স্থানীয় প্রশাসন। এতে দেশের জিডিপিতে রাজধানীর অবদান বেড়ে দাঁড়াবে আড়াই হাজার কোটি ডলারে। কর্তৃপক্ষের আশা, বর্ণিল রাজধানী আকর্ষণ করবে পর্যটকদের।

ইএ