অনলাইনে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ইঞ্জিনচালিত ডিঙি নৌকা দিয়ে ঠেলে ত্রাণবাহী বার্জটিকে তীরে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছে। ত্রাণ সরবরাহের লক্ষ্যে নির্মিত একটি জেটিতে অপেক্ষারত ১২টি ট্রাকে ক্রেন দিয়ে ত্রাণের ঝুড়ি ওঠানো হচ্ছে। গাজায় কোনো সমুদ্রবন্দর না থাকায় অস্থায়ী জেটিটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন।
স্থল ও আকাশপথে ত্রাণ সরবরাহে জটিলতার কারণে সমুদ্রপথে ত্রাণ সরবরাহ কতোটা কার্যকর, এ পদ্ধতিতে সেটাই বুঝার চেষ্টা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের পাঠানো ত্রাণে চাল, ময়দা, সবজি ও আমিষযুক্ত খাবার রয়েছে।