উপত্যকার জন্য প্রথমবারের মতো সাইপ্রাস থেকে যাচ্ছে ২শ' টন খাদ্যপণ্যবাহী একটি জাহাজ। ত্রাণ পাঠানোর জন্য নতুন সমুদ্রপথের পাইলট প্রকল্প এটি।
এদিকে গাজায় দিনদিন বাড়ছে দুর্ভিক্ষের ঝুঁকি। রমজানে খাবারের সংকটে রোজা রেখে আরও কঠিন সময় পার করছেন গাজাবাসী।
ধ্বংসস্তূপের মাঝেই ইফতার করছেন তারা। গাজার দক্ষিণে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর আইডিএফের হামলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।
জাতিসংঘ বলছে, গাজায় ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৯ হাজার নারীর মৃত্যু হয়েছে। এদিকে, রমজানের প্রথম রাতে আল আকসা মসজিদে নিরাপত্তা জোরদার করেছে ইসরাইলের সেনাবাহিনী।