ধর্ম
বিদেশে এখন
0

সোমবার থেকে সৌদি আরবে রোজা শুরু

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে রমজান মাস।

রোববার (১০ মার্চ) স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা শুরু হয়। এ সময় অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করা হয়। পরবর্তীতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চাঁদ দেখতে পাওয়া যায়।

সুদাইর নামক একটি অঞ্চলে চাঁদ দেখার জন্য সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি।

কাবাভিত্তিক ফেসবুক পেজ 'ইনসাইড দ্য হারামাইন' জানায়, মেঘের ঘনত্বের কারণে দেশের কোথাও চাঁদ দেখা সম্ভব হয়নি এবং কোথাও থেকে চাঁদ দেখার তথ্য আসেনি।

এ তথ্য দেওয়ার কয়েক মিনিট পরই জানানো হয়, রমজানের চাঁদ দেখা গেছে। কাল সোমবার থেকে সৌদিতে রমজান শুরু হবে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর