বিদেশে এখন
0

ফ্রান্সে কৃষক আন্দোলন: আলোচনার আশ্বাস প্রেসিডেন্টের

কৃষক আন্দোলনকে ঘিরে উত্তাপ বাড়তে থাকায় তিন সপ্তাহের মধ্যে কৃষক নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) তাদের সঙ্গে সকালের নাস্তায় অংশ নেন তিনি। রাজধানী প্যারিসে কৃষকদের মেলা পরিদর্শনে ইমানুয়েল মাখোঁ পৌঁছানোর আগে সেখানে জড়ো হন বিক্ষুব্ধ কৃষকরা। সে সময় সেখানে অবস্থান নেয় পুলিশ বাহিনী।

এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান আন্দোলনরত কৃষকরা। কৃষিবান্ধব নীতির দাবিতে ইউরোপের বিভিন্ন দেশের মতো ফ্রান্সেও গেল কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন হাজারো কৃষক।

ইএ