বিদেশে এখন
0

বুধবার থেকে আবারও দিল্লি চলো অভিযান

ডাল, তুলা বা ভুট্টা চাষের সরকারি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন আন্দোলনকারী কৃষকনেতারা।

তারা বলছেন, কৃষকদের মূল দাবি থেকে নজর সরানোর জন্য এই প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার। প্রস্তাব খারিজের পাশাপাশি কৃষক নেতারা জানিয়েছেন, এত দিন বন্ধ থাকা 'দিল্লি চলো' অভিযান বুধবার থেকে আবার শুরু হবে।

গত রোববার চণ্ডীগড়ে তিন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গয়াল ও নিত্যানন্দ রাই কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর ধান ও গম চাষের পরিবর্তে বিভিন্ন ধরনের ডাল, ভুট্টা ও তুলা চাষ করার প্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন, জমির উর্বরতা রক্ষার স্বার্থে এ ধরনের বিকল্প চাষের দিকে কৃষকদের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

এতে জমির পানির স্তর ঠিক থাকবে। ডালের আমদানি খরচও কমবে। সরকারের প্রস্তাব খারিজ করে অভিযান শুরুর ঘোষণা, হরিয়ানা ও দিল্লিকে নতুন করে আতঙ্কে ফেলেছে।

ইএ