বিদেশে এখন
0

ইসরাইলি অবরোধের বিরুদ্ধে আইসিজেতে শুনানি

অবরুদ্ধ গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি অবরোধের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের শুনানিতে আজ অংশ নেবে বাংলাদেশসহ ১১টি দেশ।

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচারিক আদালত- আইসিজে'র আজ মঙ্গলবারের প্রথম দফার শুনানি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত।

এতে বাংলাদেশ ছাড়াও আজকের শুনানিতে যুক্তি উপস্থাপন করবে নেদারল্যান্ডস, আলজেরিয়া, বেলজিয়াম, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।

একই দিন দ্বিতীয় একটি শুনানি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, যা চলবে রাত পৌনে ১১টা পর্যন্ত। এতে অংশ নেবে কানাডাসহ আরও পাঁচ দেশ।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি অবরোধের আইনি পরিণতির বিষয়ে গত সোমবার শুরু হওয়া সপ্তাহব্যাপী শুনানিতে অংশ নিচ্ছে ইসরাইলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রসহ অর্ধশতাধিক দেশ। ইসরাইল এতে অংশ না নিলেও লিখিত পর্যবেক্ষণ পাঠিয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি। আইসিজে'র সিদ্ধান্ত আসতে লেগে যেতে পারে ছয় মাস।

অতীতে ইসরাইল আইসিজে'র সিদ্ধান্ত আমলে না নিলেও গাজায় ৭ অক্টোবর থেকে চলমান ফিলিস্তিনি হত্যাযজ্ঞ বন্ধে দেশটির ওপর আন্তর্জাতিক ও আইনি চাপ বাড়াতে মূলত এ পদক্ষেপ।

ইএ