বিদেশে এখন
0

২৪ ঘণ্টায় ১০৭ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় ইসরাইলের সেনা অভিযানে গেলো ২৪ ঘন্টায় ১০৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখনও অনেক মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

রাফা শহরের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরাইলি সেনারা। রাফা সীমান্তে কোনরকমে দিন পার করছেন ফিলিস্তিনের বাস্তুচ্যুত ১৯ লাখ মানুষ। ইসরাইলের হামলায় গাজার ৮৫ শতাংশ মানুষই নিরাপদ খাবার, পানি আর ওষুধের সরবরাহ পাচ্ছে না।

এদিকে ইসরাইলের দাবি, এই সেনা অভিযানে তাদের ২২৫ সেনার মৃত্যু হয়েছে। গাজায় যুদ্ধবিরতির দাবিতে ফ্রান্স, সুইজারল্যান্ড আর জার্মানিতে বিক্ষোভ হয়েছে। এই সেনা অভিযানে এখন পর্যন্ত ২৭ হাজার ২৩৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল।