বিদেশে এখন
0

লিবিয়ার শারারা তেলক্ষেত্রে উত্তোলন বন্ধ

বিক্ষোভের মুখে লিবিয়ার সবচেয়ে বড় শারারা তেলক্ষেত্রে উত্তোলন বন্ধ হয়ে গেছে। রোববার (জানুয়ারি) লিবিয়ার রাষ্ট্রায়ত্ত্ব ন্যাশনাল অয়েল কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিক্ষোভের কারণে তেলক্ষেত্র থেকে জাবিয়া এক্সপোর্ট টার্মিনালে অপরিশোধিত খনিজ তেল সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুততম সময়ে তেল উত্তোলন ও কার্যক্রম চালু করতে আলোচনা চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

লিবিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত তেলক্ষেত্রটি থেকে দৈনিক তিন লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করা হয়। কিন্তু গত মঙ্গলবার থেকে তেলক্ষেত্রটি বিক্ষোভকারীদের দখলে থাকায় বন্ধ রয়েছে কার্যক্রম।

দেশের দক্ষিণাঞ্চলে তেল পরিশোধনাগার নির্মাণ, সড়ক অবকাঠামো উন্নয়ন, স্থানীয় শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মক্ষেত্র তৈরিসহ সরকারের প্রতি নানান দাবি জানিয়ে বিক্ষোভ করছে স্থানীয় অধিবাসীরা। আলোচনার প্রস্তাবে সাড়া দিলেও কার্যকর পদক্ষেপ নেয়ার আগ পর্যন্ত তেলক্ষেত্র চালু হবে না বলেও জানিয়েছে বিক্ষোভকারীরা।