মিয়ানমারে বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

0

মিয়ানমারের একটি গ্রামে বিমান হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি'র এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির উত্তর এবং পূর্বাঞ্চলে ক্ষমতাসীন জান্তা সরকার বিরোধীদের সঙ্গে লড়াই করছে। দিন দিন দেশটিতে সংঘাত বেড়েই চলেছে।