বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের শ্রমবাজার চাঙ্গা

যুক্তরাষ্ট্রের শ্রমবাজার চাঙ্গা হয়ে উঠেছে। ২০২৩ সালের শেষদিকে দেশটির শ্রমবাজার ইতিবাচক ধারায় ছিল।

গত ডিসেম্বরে দেশটিতে দুই লাখ ১৬ হাজার মানুষ নতুন চাকরি পেয়েছেন। বছরের শেষ মাসে বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। এ কারণে অর্থনীতিবিদরা প্রত্যাশা করছেন, দেশটির অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে। এছাড়া অর্থনীতি পিছিয়ে পড়ার পরিবর্তে টেকসই প্রবৃদ্ধির প্রত্যাশা করছেন তারা।

যুক্তরাষ্ট্রের শ্রম অধিদপ্তর জানিয়েছে, বেকারত্বের হার ৩ দশমিক ৭ শতাংশে অপরিবর্তিত আছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর