প্রবাসী বাংলাদেশিদের জন্য সহজ হজ প্যাকেজ

0

ইতালি প্রবাসী বাংলাদেশিদের হজ পালন আরও সহজ করতে কাজ করছে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান। হজ প্যাকেজে নানা ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে।

সৌদি সরকারের নির্দেশনায় এবারও অনলাইনে বিজনেস টু ক্লায়েন্ট প্রক্রিয়ায় হজ পালনের ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রক্রিয়া ইতালি প্রবাসী বাংলাদেশিদের হজের কার্যক্রমকে আরও সহজ করে তুলেছে।

হজ অনলাইন প্ল্যাটফর্ম নুসুকে প্রোফাইল তৈরিসহ হজের যাবতীয় সেবা দিচ্ছে ইতালির সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। ২০২৪ সালে সহজ হজ প্যাকেজের আওতায় এ সুবিধা পাবেন ৪৩ জন প্রবাসী।

৬ হাজার ৬৫০ ইউরোর প্যাকেজে ভিসা প্রসেস, ৭০০ মিটারের মধ্যে হোটেল, খাবার, মুয়াল্লিম, জেদ্দা-মক্কা যাতায়াত ও জিয়ারাহ এবং মিনাতে থাকার খরচসহ বিমানের টিকিট রাখা হয়েছে। এই প্যাকেজে হজের সঠিক নিয়ম ও আপডেট তথ্যের বাংলা ভাষার নির্দেশনা রয়েছে।

ইতালির ড্রিম ট্যুরিজমের সিইও মো. আশিক মজুমদার বলেন, হজের পুরো প্রক্রিয়াকে সহজ করার জন্য আমরা কাজ করছি। নিবন্ধনসহ যাবতীয় তথ্য সরাসরি জানাতে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

ইতালির এক প্রবাসী বলেন, ‘এখানে এসে আমরা বাংলা ভাষায় হজের বিষয়ে স্পষ্ট ধারণা পাচ্ছি, যে কারণে ভালো লাগছে।’

১৪ ও ২৪ দিনের দুইটি প্যাকেজে পবিত্র হজ পালনের নিবন্ধন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। ইতালিসহ ইউরোপের যেকোন দেশ থেকে এ সুবিধা নেয়ার সুযোগ রয়েছে।