ইউক্রেনে ২৪ ঘণ্টায় শতাধিক হামলা

0

একদিকে পশ্চিমাদের অস্ত্র সহায়তার সম্ভাবনা ফিকে হয়ে আসছে, অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বাড়ছে। ২৪ ঘণ্টায় ২৮টি ক্ষেপণাস্ত্র, ২৭ দফা বিমান হামলা ও ৫৯ দফা রকেট লঞ্চার দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।

দেশটির সেনাবাহিনী বলছে, এসব হামলার বেশিরভাগ ইউক্রেনের সামরিক স্থাপনা আর জনবসতি লক্ষ্য করে করা হয়েছে। এর আগে ৮০ দিনের বিরতির পর ইউক্রেনে ক্রজ ক্ষেপণাস্ত্রের সিরিজ হামলা চালানো হয়। পশ্চিমা বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, শীত মৌসুমে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা বাড়াবে রাশিয়া।

রাশিয়ার হামলা বাড়ার পর ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি বলেন, সহায়তা ছাড়া ইউক্রেনের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব নয়। ইউক্রেনের পূর্বাঞ্চলের আভদিভকা শহর পুরোপুরি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রাশিয়া আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এই শহর দখলের। যুদ্ধের এই সময় রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণায় ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট।

এদিকে পোল্যান্ড সীমান্তে ট্রাক চালকদের বিক্ষোভের কারণে ইউক্রেনে সমরাস্ত্র তৈরির যন্ত্রাংশ সরবরাহ ব্যাহত হচ্ছে। সহসাই এই সমস্যা সমাধানের কোন সম্ভাবনা না থাকায় বিপাকে পড়ছে ইউক্রেন।

সেনাবাহিনী বলছে, সম্মুখ যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে সহযোগিতা করতে ব্যবহার করা হয় ড্রোন। ড্রোন তৈরি ব্যাহত হলে আরও বেশি ইউক্রেনীয় সেনার মৃত্যু হবে। গত ৬ নভেম্বর থেকে সীমান্তে ট্রাক চলাচল বন্ধ করে রেখেছে পোল্যান্ডের ট্রাক চালকরা।

তাদের দাবি, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের নীতির কারণে কম খরচে পণ্য নিচ্ছে কিয়েভ। বিশ্বের অন্যতম বাণিজ্যিক রুট দিয়ে এতো কম খরচে পণ্য সরবরাহ হওয়ায় লোকসানে পড়েছেন পোল্যান্ডের ট্রাক চালক ও কৃষকরা।