পরিবেশ ও জলবায়ু
বিদেশে এখন
0

কোপেনহেগেনে বরফের বিস্ময়কর সংগ্রহশালা

দেশের ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণের জন্য তৈরি করা হয় সংগ্রহশালা। প্রত্নতত্ত্ব থেকে শুরু করে পুঁথি, সবকিছুর সংগ্রহশালা আছে। তবে কখনও কী শুনেছেন বরফের সংগ্রহশালার নাম?

বিস্ময়কর হলেও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এমনই এক বরফের সংগ্রহশালা রয়েছে। মাটির নিচের এইসংগ্রহশালায় সুসজ্জিত ২ হাজার বক্সে বরফ রাখা আছে। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের নিলস বোর ইনস্টিটিউট এই সংগ্রহশালা তদারকি করছে। প্রতিটি বরফ পাশাপাশি রাখলে দখল করবে ২২ কিলোমিটার জায়গা। বরফগুলো সংরক্ষণের জন্য সবসময় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। আর্কটিক থেকে অ্যান্টার্কটিকা, ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকা অর্থাৎ পৃথিবীর প্রায় সব প্রান্তের বরফ এখানে ঠাঁই পেয়েছে।

কঠিন ড্রিলিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হয় বরফগুলো। কোনো বরফ ৬০ বছর আগে ড্রিল করা হয়েছে, আবার কোনটির বয়স মাত্র কয়েক মাস। কিন্তু কেন সংগ্রহ করা হয় বরফ? কারণ হলো, পৃথিবীকে রক্ষা করা। আর এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের দায়ী প্রভাবকগুলো সন্ধান করতে পারবেন গবেষকরা।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জেন পিডার স্টিফেনসেন বলেন, যেভাবে আকস্মিক গতিতে জলবায়ু পরিবর্তন হচ্ছে, বর্তমান পদ্ধতিতে তা শনাক্ত করা কঠিন। সংগ্রহশালার বরফগুলো থেকে যে তথ্যগুলো সরবরাহ হবে, তা থেকে জলবায়ু পরিবর্তনের সঠিক ফলাফল পাওয়া যাবে।

স্টিফেনসেন আরও জানান ভবিষ্যত সুরক্ষিত রাখতে ১৯৯১ সালে বরফের সংগ্রহশালাটি চালু করা হয়।


আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর